প্রকৃতির নানা আচরণেই বুঝা যাচ্ছে যে, শীতের আগমনী বার্তা বইছে। শীতকাল আসলেই আমাদের সবারই বাড়তি প্রস্তুতি নিতে হয়। পরিবারে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই আলাদা আলাদা যত্ন নিতে হয়। এ সময় শরীরের যত্ন নিতে একটু গাফিলতি করলেই হাত, পা এবং শরীরের যে কোনো অংশ ফেটে যাওয়াসহ ঠাণ্ডা, সর্দিকাশি এবং অন্যান্য রোগবালাই বাসা বাঁধতে পারে। কিছু সহজ বিষয় মেনে চললে বিভিন্ন রোগবালাই ও অন্যান্য সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে আর দেরি নয়, চলুন আজকের ভিডিও দেখে জেনে নিই বিষয়গুলো। আর ভিডিওটি শেয়ার করে সকলের সুস্থতার জন্য শীতের প্রস্তুতির কথা জানিয়ে দিতে ভুলবেন না।
https://www.facebook.com/FarazyHospitalLtd/videos/717083722108288/