আজ ১৪ই জানুয়ারী, ২০২০ ইং রোজ মঙ্গলবার ফরাজী হাসপাতাল লিঃ এর নার্সদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে "Best Practice in IV Cannulation" শীর্ষক প্রোগ্রাম এর আয়োজন করে "বিডি"। উক্ত প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ এম মোক্তার হোসেন, রেসিডেন্ট মেডিক্যাল অফিসার জনাবা ডাঃ রাজিয়া সুলতানা লিনা, নার্সিং সুপারভাইজার জনাবা সুজাতা হালদার, নার্স ইনচার্জ জনাবা মোছাঃ মুসলেমা খাতুন ও সিনিয়র নার্সগণ। "Best Practice in IV Cannulation" শীর্ষক প্রোগ্রাম এর ট্রেইনার হিসেবে ছিলেন জনাবা মোসাঃ নুসরাত জাহান।