News and Events Details

আজ ১৪ই জানুয়ারী, ২০২০ ইং রোজ মঙ্গলবার ফরাজী হাসপাতাল লিঃ এর নার্সদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে "Best Practice in IV Cannulation" শীর্ষক প্রোগ্রাম এর আয়োজন করে "বিডি"। উক্ত প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ এম মোক্তার হোসেন, রেসিডেন্ট মেডিক্যাল অফিসার জনাবা ডাঃ রাজিয়া সুলতানা লিনা, নার্সিং সুপারভাইজার জনাবা সুজাতা হালদার, নার্স ইনচার্জ জনাবা মোছাঃ মুসলেমা খাতুন ও সিনিয়র নার্সগণ। "Best Practice in IV Cannulation" শীর্ষক প্রোগ্রাম এর ট্রেইনার হিসেবে ছিলেন জনাবা মোসাঃ নুসরাত জাহান।